গাজীপুরে ১০৯টি দেশি পাখি জব্দের পর অবমুক্ত

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১০৯টি দেশি পাখি জব্দ করা হয়েছে। পরে পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয়। গত রোববার সন্ধ্যায় বন বিভাগ এ অভিযান পরিচালনা করে। বন বিভাগ সূত্রে জানা যায়, টঙ্গী এলাকার পাখির হাটে কবুতরের সঙ্গে দেশি বিভিন্ন জাতের পাখি বিক্রি করা হচ্ছিল। এমন খবর পেয়ে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন তিতলির নির্দেশে পাখির হাটে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। পরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে গতকাল ওই হাটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে দেড় শতাধিক কবুতর বিক্রির দোকান আছে। এসব দোকানের বাইরে ভ্রাম্যমাণ বেশ কয়েকজন দোকানিকে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করতে দেখা যায়। বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা খাঁচা ফেলে পালিয়ে যান। পরে ৪০টি মুনিয়া, ২৮টি শালিক, ২৬টি টিয়া ও ১৫টি ঘুঘু পাখি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নিগার সুলতানা গণমাধ্যমকে বলেন, ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞায় থাকা দেশীয় পাখিগুলো জব্দ করা হয়েছে। পরে পাখিগুলোর অধিকাংশ টঙ্গীর হাটেই আকাশে অবমুক্ত করা হয়।