ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নারীশিক্ষা ও স্বাধীনতার প্রশ্নে সোচ্চার ছিলেন সুফিয়া কামাল

নারীশিক্ষা ও স্বাধীনতার প্রশ্নে সোচ্চার ছিলেন সুফিয়া কামাল

নারী মানবমুক্তির অন্বেষায় আজীবন কাজ করে ইতিহাসে স্থান করে নিয়েছেন কবি সুফিয়া কামাল। কয়েক প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করা সুফিয়া কামাল নারী শিক্ষা ও স্বাধীনতার প্রশ্নে সর্বদাই ছিলেন সোচ্চার। একই সঙ্গে স্বচ্ছ রাজনৈতিক চিন্তার অধিকারী এ নারী নেত্রী ও কবি সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে কাজ করে গেছেন। গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ২৪তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলোচকরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, মানব জীবনের ক্ষণআয়ুর জীবনকালে তিনি মানবকল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন। এই মহীয়সী নারী, মানবমুক্তির অন্বেষায় তার কাজের মাধ্যমে ইতিহাসে স্থান করে নিয়েছেন। তিনি কয়েক প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করে গেছেন। তিনি ছিলেন স্বচ্ছ রাজনৈতিক চিন্তার অধিকারী। সমাজের মধ্যে তৈরি হওয়া অবক্ষয়, পরিবেশগত বিপর্যয়, সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে তিনি ছিলেন সবসময় সোচ্চার। আইনজীবী ও মানবাধিকার কর্মী ও কবির কন্যা সুলতানা কামাল বলেন, তার মাতৃত্ব চিন্তার আদর্শ ছিল বরাভয়।

তিনি সকলের আশ্রয় ছিলেন। ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তিনি চারিত্রিক দৃঢ়তা বজায় রাখতেন। তিনি ঐতিহ্য ধারণ করে চলেছেন; সময়ের সাথে বুদ্ধির সঙ্গে মেধাকেও ধারণ করেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি মানবতার চর্চাকে সবসময় গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন মুক্তবুদ্ধি চিন্তা, অসাম্প্রদায়িক চিন্তা, চেতনা আর ভাবনার প্রতিচ্ছবি। নারী শিক্ষা ও নারী স্বাধীনতার জন্য তিনি সবসময় সোচ্চার ছিলেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের আদর্শ অনুসরণ করে বাংলাদেশের নারী আন্দোলনে তার একটি উক্তি সুফিয়া কামাল আজীবন ধারণ করে গেছেন- ‘মানবমুক্তির জন্য নারী মুক্তি অপরিহার্য’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত