ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রকাশ্যে বরিশাল নগরীতে পৌর কাউন্সিলরের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশ্যে বরিশাল নগরীতে পৌর কাউন্সিলরের ওপর সন্ত্রাসী হামলা

নগরীর ফলপট্টি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে চারটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে এক পৌর কাউন্সিলরের ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। একপর্যায়ে ওই কাউন্সিলরকে অপহরণের চেষ্টাকালে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। সন্ত্রাসীদের হামলায় আহত মো. আল-আমিন হাওলাদার গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও গৌরনদী পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আহত কাউন্সিলর জানান, বরিশাল নগরীতে জরুরি কাজ শেষে দুপুরে তিনি ফলপট্টি এলাকার একটি ভাতের হোটেলে খাবার খেতে যান। এসময় চারটি মোটরসাইকেলযোগে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে তাকে ঘিরে ধরে অর্তকিতভাবে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক অপহরণের জন্য মোটরসাইকেলে তোলার সময় তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে। উপায়অন্তর না পেয়ে সন্ত্রাসীরা দুইটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত