ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অবরোধে স্বাভাবিক হাতিরঝিলের ওয়াটারবাস সার্ভিস

অবরোধে স্বাভাবিক হাতিরঝিলের ওয়াটারবাস সার্ভিস

সারাদেশে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফায় অবরোধ চলছে। তবে অবরোধের মধ্যে রাজধানীতে গণপরিবহণের সংখ্যা কিছুটা কম থাকলেও স্বাভাবিক রয়েছে হাতিরঝিলের ওয়াটারবাস সার্ভিস। অফিস শুরু ও শেষের সময়ে স্বাভাবিকের তুলনায় অধিক চাপ থাকে বলে দাবি সংশ্লিষ্টদের। অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। সড়কে গণপরিবহণের সংখ্যাও কম। এর বিপরীতে ওয়াটারবাস সার্ভিস নিরাপদ ও পর্যাপ্তসংখ্যক থাকায় ঢাকাবাসী ওয়াটারবাসে যাত্রাকে নির্ঝঞ্জাট মনে করছে। যাত্রীরা বলেছেন, অবরোধের শুরু থেকে একাধিক বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফলে মানুষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে না। কিন্তু যারা চাকরি করি তাদের পক্ষে তো ঘরে থাকা সম্ভব না। এ অবস্থায় হাতিরঝিল, রামপুরা ও আশেপাশের যাত্রীদের জন্য ওয়াটারবাস একটি নিরাপদ সমাধান। হাতিরঝিলের এফডিসি গেট থেকে গুলশান-১ এ অফিসের উদ্দেশে যাত্রা করা রাকিব হোসেন বলেন, ধারাবাহিকভাবে অবরোধ চলছে। কিন্তু আমাদের তো বাসায় বসে থাকার সুযোগ নেই, অফিস করতে হবে। বাসে উঠতে ভয় পাচ্ছি। আবার সড়কে গাড়ির সংখ্যাও কম। তাই বাসে না গিয়ে এ কদিন ওয়াটার বাসেই যাতায়াত করছি। ওপর যাত্রী ঝলক বলেন, একটা কাজে গুলশান যাব। কিন্তু নিরাপত্তার কথা ভেবে বাসে উঠার সাহস পাচ্ছি না। ওয়াটার বাস চালু আছে কি না, নিশ্চিত ছিলাম না। এসে দেখলাম চালু আছে। পানি পথে হওয়ায় এখানে আগুন বা হামলার ঘটনা ঘটবে না এই আশায় ওয়াটারবাসে উঠেছি। অবরোধ ও ওয়াটারবাস সার্ভিস চালু রাখা প্রসঙ্গে টিকিট কাউন্টারে কর্মরত ব্যক্তি বলেন, হরতাল-অবরোধের শুরু থেকেই ওয়াটারবাস সার্ভিস চালু আছে। একদিনের জন্যও আমাদের সার্ভিস বন্ধ হয়নি। গণপরিবহণ কম থাকায় বরং ওয়াটারবাসে যাত্রী বেড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত