ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় তুরস্কের ইউনুস এমরে ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ম্যাকিট কোক তার সঙ্গে ছিলেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘তুর্কী ভাষা কোর্স’-এর সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন।
রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুর্কী ভাষা ও সংস্কৃতি চর্চার প্রসারে উপাচার্যের সহযোগিতা কামনা করেন। উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার ব্যাপারেও আলোচনা করা হয়। শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেন। উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেনকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ব্যাপারে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।