রংপুরে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৬ লাখ ১১ হাজার ৩৫৪ মেট্রিক টন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা রংপুরে শুরু হয়েছে বীজ রোপণের মৌসুম। আলু বীজের দাম বাড়ায় সৃষ্টি হয়েছে নানা সংকট। সেইসঙ্গে দেখা দিয়েছে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। চলতি মৌসুমে জেলায় ৫৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে ১৬ লাখ ১১ হাজার ৩৫৪ মেট্রিক টন আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত মৌসুমের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে আলুর বীজ। সেই সঙ্গে বেড়েছে সার ও কীটনাশকসহ শ্রমিকের খরচও। ফলে, এ বছর প্রতি হেক্টর জমিতে আলু উৎপাদনে কৃষকদের ব্যয় বাড়বে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। আলুর আবাদের খরচ বাড়ায় বিপাকে পড়েছেন আলুচাষিরা। এতে আলুর দাম বৃদ্ধির পাশাপাশি লোকসানের আশঙ্কায় আছেন প্রান্তিক কৃষকরা। জানা যায়, গত বছর সরকারি বীজ বিক্রি করা হয়েছিল কেজি প্রতি ২৮-৩০ টাকা। এ বছর দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৬০ টাকা। বেসরকারি কোম্পানিগুলো গত বছর বীজ বিক্রি করেছিল কেজি প্রতি ৪০ টাকা, এ বছর বিক্রি শুরু করেছে ৭৫-৮০ টাকা দরে। সে হিসেবে হেক্টরপ্রতি গত বছর আলু বীজে খরচ ছিল ৭০-৮০ হাজার টাকা। এ বছর তা বেড়ে দাঁড়াবে ১ লাখ ২০ থেকে ১ লাখ ৪০ হাজার টাকায়। এরইমধ্যে জেলায় প্রায় ১৭ শতাংশ জমিতে আলু রোপণ করা হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।