রাজধানীতে অবরোধ সত্ত্বেও যানবাহনের দখলে সড়ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ঘোষিত ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। তবে গতকাল বৃহস্পতিবার অবরোধের দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীর সড়কগুলো যানবাহনের দখলে।
চির চেনা যানজট দেখা গেছে মিরপুরের রাস্তায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন বিভিন্ন সড়কের মোড়ে। স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সড়কগুলোতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সরব উপস্থিতি দেখা গেছে। মোটকথা, রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের প্রভাব নেই রাজধানীর কোনো সড়কে। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর ১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। সকালে মিরপুর ১, ২, ১০ নম্বর ঘুরে দেখা যায় সড়কে যানবাহনের ভিড়। ১ ও ২ নম্বরে সড়কে এ সময় স্বাভাবিক দিনের মতো বাস ও অন্যান্য গণপরিবহন চলতে দেখা গেছে। এলাকাগুলোর স্কুল-কলেজে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। দুপুরের দিকে ১১ ও ১২ নম্বরে এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান সড়কসহ অন্যান্য রাস্তায় ব্যাপক গণপরিবহন চলছে। এ সময় যানজটও দেখা গেছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও নাশকতা রুখে দিতে অবরোধের দিনগুলো রাস্তায় অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ষষ্ঠ দফার দ্বিতীয় দিনেও তাদের রাস্তায় দেখা গেছে। মিরপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোয় তাদের সরব উপস্থিতি দেখা গেছে।
কালশি মোড়ে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানুষের জানমাল রক্ষায় তারা সড়কে অবস্থান করছেন। নেত্রী বলেছেন, মানুষকে নিরাপত্তা দিতে হবে। তাই প্রশাসনের পাশাপাশি তারও মাঠে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধে নাশকতা ঠেকাতে প্রধান সড়ক ও বাসস্ট্যান্ডগুলোয় দায়িত্ব পালন করছেন। মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মো. আশরাফুল বলেন, অবরোধের কারণে সকাল থেকে যানবাহনের চাপ কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে তা বেড়েছে।
দুপুর থেকে রাস্তায় জট বাড়ছে। সিগনাল দিলেই অনেক যানবাহনে দাঁড়িয়ে যাচ্ছে। এসব দেখলে মনে হবে না আজ অবরোধ চলছে। অবরোধের দ্বিতীয় দিন কাকরাইল থেকে কাজ শেষ করে মিরপুর-১২ নম্বরে ফিরেছেন মো. রাজু। কথা হলে তিনি বলেন, ব্যবসার কাজে গিয়েছিলাম। বাসে চড়েছিলাম। অবরোধের দিনে গণপরিবহনে চড়তে একটু ভয় লাগে। কিন্তু আমাদের তো চলাচল করতে হবে। পরিবারের চিন্তা করতে হবে। আজ সড়কে তেমন ভয়াবহ পরিস্থিতি নেই। সহজে গিয়েছি, ফিরেও এসেছি। এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে রোববার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। মঙ্গলবার বাদ রেখে বুধবার থেকে নতুন করে অবরোধের ডাক দেয় দলগুলো।