কিলো ফ্লাইটের বীর বৈমানিকদের বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আএসপিআর
মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের বীর বৈমানিক এবং তাদের উত্তরাধিকারীদের ঢাকার তেজগাঁওয়ের বিএএফ শাহীন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সংবর্ধনা প্রদান করেছেন। জাতির পিতার উদাত্ত আহবানে সাড়া দিয়ে বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। অন্যদিকে কিলোফ্লাইটের সদস্যরা আকাশ যুদ্ধে তৈরি করেছিল এক বিরল উদাহরণ। কিলোফ্লাইট এবং অন্যান্য বিমান বাহিনীর সদস্যদের এই অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের প্রাপ্য সম্মানের স্বীকৃতি স্বরূপ সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কিলো ফ্লাইটের বৈমানিকসহ মোট ২৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলোফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বিমান বাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।