উত্তরায় চলছে তাবলিগের জোড় ইজতেমার প্রস্তুতি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমার আগে চিল্লার সাথীদের নিয়ে জোড় ইজতেমার আয়োজন করছে তাবলিগ জামাত। আগামী ডিসেম্বরের শুরুতে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে পাঁচ দিনের এই জোড় অনুষ্ঠিত হবে। এখন সেখানে চলছে মাঠ ব্যবস্থাপনার পুরো আয়োজন। আয়োজকরা জানান, উত্তরার ১৫নং সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন খালি ময়দানে আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনের জোড়। সেখানে ৬০ থেকে ৭০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। যারা বিভিন্ন সময় তাবলিগের চিল্লা (৪০ দিন) দিয়েছেন তারা অংশ নেবেন এই ইজতেমায়। মূলত আগামী বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হচ্ছে। জোড় ইজতেমা আয়োজনের বেশির ভাগ প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে স্বেচ্ছাশ্রমে এই প্রস্তুতি সারছেন। গতকাল সরেজমিন দেখা গেছে, কেউ কোদাল, কেউ বাঁশ, কেউ ঠেলাগাড়ি নিয়ে ছুটছে। স্কুল, কলেজ, ইউনিভারসিটি, মাদ্রাসা, শিক্ষক, ছাত্র, ইমাম, খতিব, সরকারি-বেসরকারি চাকরিজীবী, শ্রমজীবীসহ নানা পেশার মানুষের কাজে প্রস্তুত হচ্ছে জোড় ইজতেমা ময়দান।