ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে

রংপুরে স্বাস্থ্য সচিব
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতালে রোগীর সমস্যা হলে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয় না। বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। অনেক সময় দেখা যায় রোগীকে বাঁচানো সম্ভব হয় না। বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের তেঁতুলিয়া যা রংপুর ১০০ কিলোমিটারের উপরে। তাই আমরা সব জেলাসহ উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে চিকিৎসাসেবার জন্য যন্ত্রপাতি দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যাতে প্রাথমিকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়। আমাদের টার্গেট জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা নিশ্চিত করা। গতকাল শনিবার সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের হলরুমে আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট, স্বাস্থ্যসেবা বিভাগের আয়োজনে স্বাস্থ্য খাতে অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা শীর্ষক তিন দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে খুব আন্তরিক। চাওয়ামাত্র তিনি সব কিছু দিচ্ছেন। আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমাদের স্মার্ট কাজ করতে হবে। ১৭ কোটি লোকের জন্য বাংলাদেশে কতজন ডাক্তার রয়েছেন। কতজন মানুষ ডাক্তারে চাঞ্জ পাচ্ছেন বা পেয়েছেন। আপনারা আমরা পেয়েছি। সরকারি চাকরিও করছি। তাই আমাদেরই এগিয়ে আসতে হবে। চিকিৎসা খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিকাদারের কাছ থেকে কাজ ১০০ শতাংশ কাজ বুঝে নিতে হবে। তাদের প্রশ্রয় দেয়া যাবে না। আবার নিজেদেরও বিক্রি করা যাবে না।

সচিব বলেন, রংপুর আমার এলাকা আমি রংপুরেই বেড়ে উঠেছি, তাই রংপুরকে আমি আলাদা চোখে দেখি। আপনাদের প্রতি অনুরোধ আপনারা কাজে কোনো ঘাটতি রাখবেন না। আমার কাছে যেন কোনো প্রকার অভিযোগ না আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ সময় কাজ করার কারণে এমপি, মন্ত্রী থেকে শুরু করে সবার সঙ্গে আমার যোগাযোগ হয়। তারা যেন আমার কাছে কোনো অভিযোগ না করে। ইতিপূর্বে আমি অনেককে সাময়িক বরখাস্তসহ পূর্ণ বরখাস্ত করেছি। সেটা যেন এখানে করতে না হয়। তাই সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান করছি।

স্বাস্থ্য সচিব আরো বলেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে কথা এসেছে গাড়ি নাই, যন্ত্রপাতিসহ অনেক কিছু নাই। এটা যৌক্তিক প্রশ্ন। আমরা এগুলোর সমস্যা পূরণে কাজ করে যাচ্ছি। সমস্যা নিয়ে সরকারের সঙ্গে আমাদের কথা হয়ে আছে। আগামী জাতীয় নির্বাচন শেষে আশা করছি আপনাদের চাহিদা পূরণ করতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত