কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী ট্রাফিক দিবসের উদ্বোধন

১০০ মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

‘ট্রাফিক আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জে শুরু হলো- এক সপ্তাহ ব্যাপী ট্রাফিক দিবস। ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগকে আধুনিকায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ট্রাফিক দক্ষিণ বিভাগ। তার ধারাবাহিকতায় গতকাল রোববার সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেনতামূলক ট্রাফিক সপ্তাহ-এর উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার প্রায় দুই শতাধিক মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান করেন।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধনে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার (অপরাধ অপস্ এন্ড ট্রাফিক) মো. আমীনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. জাকির হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশীদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. জিন্নাত আলী মোল্লা, ট্রাফিক ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. রাসেল আরাফাতসহ ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগের সব অফিসার ফোর্সগণ ও কেরানীগঞ্জ সর্বস্তরের জনসাধারণ। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তিনি কেরানীগঞ্জবাসীকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ প্রদান করেন এবং আইন অমান্যকারীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে বলেন। ঢাকা জেলা ট্রাফিক দক্ষিণ বিভাগের পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. জাকির হোসেন বলেন, ঢাকা জেলা ট্রাফিক দক্ষিণ বিভাগ কেরানীগঞ্জের ট্রাফিক বিভাগকে আধুনিক ট্রাফিক ও স্মার্ট ট্রাফিক পুলিশিং গড়ার লক্ষ্যে বদ্ধপরিকর।