ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩

রাজশাহী নগরীতে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা চারজন করে আটজন, শাহমখদুম থানা পাঁচজন এবং রাজপাড়া, মতিহার, পবা ও দামকুড়া থানা তিনজন করে ১২ জনকে গ্রেপ্তার করেছে। আর এয়ারপোর্ট থানা দুইজন ও ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। এছাড়া কাটাখালী, কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানা একজন করে গ্রেপ্তার করেছে তিনজনকে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরো জানায়, এদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন, ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত