রংপুরে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেছে। গতকাল সোমবার রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী করা হয়। অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষণ কোর্স কোয়াটার মাস্টার প্রবীর কুমার রায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষণ কোর্স কর্মকর্তা ফেরদৌসি আক্তার, উপজেলা প্রশিক্ষকসহ ব্যাটালিয়ন আনসারের কয়েকজন সদস্য প্রমুখ।
প্রশিক্ষণার্থীদের বাছাই পরীক্ষার মাধ্যমে ১০০ জন ভিডিপি সদস্যদের তিন সপ্তাহ মেয়াদি প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের বিষয় রয়েছে, পিটি, প্যারেট, ড্রিন, অস্ত্র চালানো, জঙ্গিবাদ, সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, শিক্ষা, কৃষি, গবাদিপশু পালন, স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা, আনসার-ভিডিপি সংগঠনের পরিচিতি, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, স্যানিটেশন ছাড়াও আর্থ-সামাজিক উন্নয়নবিষয় ইত্যাদি। প্রশিক্ষণার্থীদের বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও আটটি বিভাগের কর্মকর্তারা অতিথি বক্তা হিসেবে ক্লাস নিবেন বলে সূত্রে প্রকাশ।