খুলনার আড়তে ২১০ কেজির কৈবল মাছ, দাম হাঁকাচ্ছে ২ লাখ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনার সুন্দরবনের দুবলার চরে জালে ধরা পড়েছে ২১০ কেজি ওজনের একটি কৈবল মাছ। আড়তে মাছটির দাম হাঁকা হচ্ছে ২ লাখ টাকা। গতকাল সোমবার সকালে খুলনার আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়। এ সময় আড়তে মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করে। জানা গেছে, গত শনিবার রাতে দুবলার চর এলাকায় রামপাল এলাকার জেলে শুকুর মিয়ার জালে মাছটি ধরা পড়ে। গত রোববার সকালে প্রথমে মাছটি জেলের কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকায় কেনেন মেসার্স বিশ্বাস ফিস ট্রেডার্সের রবিন বিশ্বাস। তিনি সেখান থেকে মাছটি সোমবার সকালে খুলনার আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। সেখানে মাছটি ওজন করলে দেখা যায় ২১০ কেজি। ঢাকা, চট্টগ্রামের বড় বড় মাছ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি তাৎক্ষণিক দাম ওঠে ১ লাখ ৮০ হাজার টাকা। এ দামে মাছটি বিক্রি করবেন না রবিন বিশ্বাস। তিনি ২ লাখ টাকায় মাছটি বিক্রি করতে চান। রূপসার পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী হওলাদার জানান, খুলনা মহানগরীতে রূপসা নদীর গাঁ ঘেঁষে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এ আড়ত। সেই থেকে এ পর্যন্ত আড়তে যত মাছ এসেছে তার মধ্যে এ কৈবল মাছটি সব থেকে বড়।