ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে হরিণ শিকারে গিয়ে গ্রেপ্তার ১০

সুন্দরবনে হরিণ শিকারে গিয়ে গ্রেপ্তার ১০

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের বড় জামতলা এলাকায় হরিণ শিকারি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে বন রক্ষীরা। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে বন বিভাগীয় আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার বিকাল ৫টার দিকে আটক করা হয় তাদের।

এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, দুটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়েছে। আটক শিকারিরা হলেন বংকেশ মণ্ডল, দেবাশীষ মণ্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মণ্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মণ্ডল, আশীষ ঢালী, সুমন মণ্ডল ও সুজয় মহলদার। তারা খুলনার ডুমুরিয়া ও দাকোপ পাইকগাছা এলাকার বাসিন্দা। পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার শিকারিরা দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত রাস উৎসবের উদ্দেশে পূণ্যার্থী হিসেবে আসে। কিন্তু তারা উৎসবে অংশগ্রহণ না করে বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বন বিভাগের কঠোর নজরদারির কারণে হরিণ শিকারের প্রস্তুতির সময় বনের মধ্য থেকে ১০ জনকে আটক করে দুবলা ফরেস্ট টহল দলের সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে বন বিভাগীয় আইনে মামলা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত