সরকারি কেপিআই সুপারিশকৃত শিল্পপ্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের মেডিকেল অক্সিজেন প্ল্যান্টের বর্ধিত প্রকল্পের জন্য কেনা জমি অবৈধভাবে বেদখলের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ হোসেন খান। ২৮ নভেম্বর ২০২৩ ডিওএইচএস বারিধারা কার্যালয়ে তাদের অক্সিজেন প্ল্যান্টের ভূমি বেদখলের জটিলতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গত ৮ জুন ২০২১ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সিটি ব্যাংক লিমিটেডের নিলাম বিজ্ঞপ্তি মোতাবেক আমি নিলামে অংশগ্রহণ করে বিভিন্ন দাগে জমি ক্রয়ের জন্য বিজয়ী হই এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্যায়ক্রমে অ্যাওয়ার্ডকৃত জমি থেকে বিভিন্ন দাগে এখন পর্যন্ত ৭৭০.২৩ শতাংশ জমি তিনটি (৩) দলিলের মাধ্যেমে নিজ নামে ক্রয়- রেজিস্ট্রি করি। তিনি জানান, উক্ত জমিসমূহ সিটি ব্যাংক লিমিটেড বিগত ১৩ মার্চ ২০১৭ অর্থঋণ আদালতের মামলায় ডিক্রিপ্রাপ্ত হয়ে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৩(৭) ধারা বিধান মতে গত ৩০ সেপ্টেম্বর ২০১৮, ৯৯৬৩/২০১৮ নং সার্টিফিকেট হিসেবে রেজিস্ট্রিপ্রাপ্ত হয় এবং নিজনামে নামজারি সম্পন্ন করে। তিনি আরো বলেন, আমি ও আমার প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লি. সিটি ব্যাংক লিমিটেড থেকে উক্ত জমি ক্রয়ের পর আনুমানিক ৩০০ শতাংশ জমিতে একটি নতুন লিক্যুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করি ও অবশিষ্ট জমি উক্ত প্ল্যান্টের বর্ধিত প্রকল্পের জন্য বরাদ্দ রাখি। ক্রয়কৃত মোট ৭৭০.২৩ শতাংশ জমি আমার নামে (বর্তমান মালিক স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লি. ও এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ হোসেন খান) নামে নামজারি করা এবং হাল-সন পর্যন্ত খাজনা পরিশোধিত হয়। খালিদ হোসেন খান জানান, ১৭ নভেম্বর ২০২১ এ রেজিস্ট্রিকৃত ১৩৩৯৪ নং দলিলমূলে ক্রয়কৃত রূপগঞ্জ থানাধীন মাহনা মৌজার মোট ৩৭৭.৯০ শতাংশ জমি থেকে সি.এস ও এস.এ দাগ ২৩ (আর.এস দাগ ১৪৮) এর ৬৯ শতাংশ, সি.এস ও এস.এ দাগ ৩৫ (আর.এস দাগ ৩৯১)-এর ২৯.৬০ শতাংশ, মোট ৯৮.৬০ শতাংশ জমি ভাইয়া হাউজিং নামে এক প্রতিষ্ঠান নিজের নামে ভূয়া দলিল তৈরি করে তাদের কিছু ভাড়াটিয়া ভূমিদস্যু দিয়ে জোরপূর্বক বালি দিয়ে ভরাট করে উক্ত জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, সমস্ত কাগজাদি সঠিক থাকার পরও উক্ত জমির প্রকৃত মালিক আমি হওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসন থেকে কোন সমাধান পাচ্ছি না। এমনকি দখলদার ভাইয়া হাউজিং বিভিন্ন সময়ে ভাড়াকৃত লোকজন দিয়ে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লি.-এর রূপগঞ্জস্থিত লিক্যুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টটি পুড়িয়ে দেওয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মারধর ও জীবননাশের হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে তিনি জানান, স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লি. একটি জীবনরক্ষাকারী মেডিকেল অক্সিজেন উৎপাদনকারী দেশিয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠানটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করে আসছে। প্ল্যান্টটির নিয়মিত উৎপাদন সামান্য ব্যাহত হলে দেশব্যাপী চিকিৎসাধীন হাজার হাজার রোগীর প্রাণসংকট তৈরি হতে পারে।