বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আইএসপিআর
বাংলাদেশ বিমান বাহিনীর ৮৩তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৩বি কোর্স-এর কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৩ গত মঙ্গলবার যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে ফ্লাইং ব্যাজ ও বিভিন্ন ট্রফি বিতরণ করেন। এছাড়াও ১ জন বিমান বাহিনীর কর্মকর্তাকে মৌলিক নেভিগেশন প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষ্যে নেভিগেশন ব্যাজ প্রদান করা হয়। অফিসার ক্যাডেট এম. শাহেদুল ইসলাম ৮৩তম বাফা কোর্স সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’, অফিসার ক্যাডেট আমান হোসেন উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট হিমাল কে সি জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস্ ট্রফি’ লাভ করেন। ৮৩তম বাফা কোর্স (গ্র্যাউন্ড ব্রাঞ্চ) এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট নাদিরা শামস্ লাবীবা ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বৈদেশিক মিশনের কূটনীতিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।