ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীর ৬টি আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজশাহীর ৬টি আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে মনোনয়ন জমা পড়ে মোট ৬০টি। নির্ধারিত দিন গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বাছাই প্রক্রিয়া চলে বেলা ১টা পর্যন্ত। বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শামিম আহমেদ। বাতিল হয়েছে ১৭টি এবং স্থগিত প্রক্রিয়া বা পেন্ডিং অবস্থায় রয়েছে ৭টি মনোনয়ন। নানা কারণে স্থগিত প্রক্রিয়ায় থাকা মনোনয়ন জমাদানকারী প্রার্থীরা তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিচ্ছেন আজ বিকালে মধ্যেই। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় উল্লেখযোগ্য নাম রাজশাহী-১ গোদাগাড়ি তানোর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শামিম আহমেদ জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে তার পক্ষে ১ শতাংশ ভোটারের তালিকা এবং তাদের স্বাক্ষর দাখিল করা প্রয়োজন ছিল। প্রার্থী সেটি করেছিলেন। কিন্তু নির্বাচন কর্মকর্তারা সেই তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে অসঙ্গতি খুঁজে পান। দাখিল করা তালিকার ভোটার স্বাক্ষরের সঙ্গে মূল ভোটারের স্বাক্ষর মেলেনি বলে জানান রিটার্নিং কর্মকর্তা। অবশ্য মনোনয়ন বাতিল হওয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের বাইরে গিয়ে মাহিয়া মাহি সাংবাদিকদের কাছে দাবি করেছেন তার মনোনয়নপত্র বাতিল হয়েছে ষড়যন্ত্রের কারণে। তিনি মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন বলেও জানান। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাই আর্থিক ব্যাংক ঋণ, সরকারি সেবার টাকা বকেয়া রাখা, আইনগত মামলা শেষ না হওয়া এবং তথ্য গোপন করেছে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত