ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালের অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনাপ্রধান

আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালের অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনাপ্রধান

আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল (ইউসিএভি) অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান গতকাল সোমবার আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন ফরোয়ার্ড বেস, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। অন্তর্ভুক্তিকৃত আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালসমূহের মাধ্যমে চলমান যেকোন অপারেশন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহন করা সম্ভব। ফলশ্রুতিতে আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালের অন্তর্ভুক্তিকরণ বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখবে।

অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনৈতিক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত