ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অটিজম শিশুদের আঁকা ছবিতে স্কুলের ক্যালেন্ডার

অটিজম শিশুদের আঁকা ছবিতে স্কুলের ক্যালেন্ডার

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ছাত্রছাত্রীদের আঁকা ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরি করেছে মুনফ্লাওয়ার স্কুল ফর অটিজম। গতকাল মঙ্গলবার মুনফ্লাওয়ার ফাউন্ডেশন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়। যার মূল উদ্দেশ্য মূলধারার সমাজে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের মেধা ও দক্ষতার মূল্যায়ন এবং অটিজম বিষয়ে সমাজে ইতিবাচক ধারণা সৃষ্টি করা। মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান নকিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আফরোজ জলিল, রাফাত ফারুক, মারুফ আহমেদ, ডা. মোশারাত সাবহা, ডা. আরিফ রাহয়ান মাহী। তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের মানসম্মত শিক্ষাপ্রশিক্ষণে ও ভবিষ্যৎ পুনর্বাসনে সমাজের বিত্তশালী ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের সচিব ডা. সিরাজী মুনিরা চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দা শামীমা আক্তার, নির্বাহী পরিচালক মফিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মিসেস হাসিনা পারভীন খান, সাধারণ পরিষদের সদস্য মাহাবুবুর রহমান, মিসেস মাসুরা বেগম, মিসেস শাহনাজ পারভীন, মিসেস তানিয়া সুলতানা, মিসেস নাজমুন নাহার প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুনফ্লাওয়ার স্কুল ফর অটিজমের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন ২০২২ সালের ২৩ ডিসেম্বর অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তির অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠে। ২০২২ সালে অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন কার্যক্রম শুরু করলেও এই ফাউন্ডেশনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ ১৯৯৮ সাল থেকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের উন্নয়নে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের মূল লক্ষ্য অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ, ক্ষমতায়ন এবং পুনর্বাসন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত