শালিণ্যর ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল জেলার স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন ‘শালিণ্য’ পেল ভিএসও ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৩। গত মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে ভিএসও আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসের কর্মসূচি শেষে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সংগঠনের পক্ষে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালা, সেক্রেটারিয়েট মেম্বার মৌসুমী শর্মা ও নির্বাহী সদস্য আখতার হোসেন। ২০০৮ সালের ১৬ এপ্রিল থেকে পথ চলা শুরু করে সুদীর্ঘ ১৬ বছরে বরিশাল জেলার শিশু, নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রায় আটশতাধিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় যুব সমাজকে স্বেচ্ছাশ্রমে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করেছে শালিণ্য। প্রায় দশ সহস্রাধিক সদস্য নিয়ে বছরের প্রতিটি দিনই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে চলা সংগঠনগুলোর মধ্যে শালিণ্য অন্যতম। এই অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিএসও কর্তৃক ‘শালিণ্য’কে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করে সংগঠনটির সদস্য ও কর্মীদের সম্মানীত করা হয়েছে।