ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মানবাধিকার দিবসে ঘরোয়া কর্মসূচি আওয়ামী লীগের

মানবাধিকার দিবসে ঘরোয়া কর্মসূচি আওয়ামী লীগের

আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি ঘিরে দেশের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এ দিবসে আওয়ামী লীগ-বিএনপি দুটি দলই রাজনৈতিক কর্মসূচি রাখতে চেয়েছিল। তবে অনুমতি পায়নি কোনো দলই। তাই মানবাধিকার দিবসে ঘরোয়া কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান জানিয়েছেন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক আলোচনা সভা করবে মায়ের কান্না ও অগ্নি সন্ত্রাসের আর্তনাদ নামে দুটি সংগঠন। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, বিভিন্ন সময়ে ‘চিহ্নিত সন্ত্রাসী’ অপশক্তির মদদে বাংলাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন- ১৯৭৭ সালে জিয়াউর রহমান কর্তৃক নির্দয় গণফাঁসি, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা, ২০১৩-১৫ সালসহ সাম্প্রতিক সময়ে অগ্নি-সন্ত্রাসের শিকার নিহতদের পরিবারের সদস্যরা এবং সন্ত্রাসী হামলার শিকার আহত ব্যক্তিরা এ সভায় বক্তব্য রাখবেন। এর আগে গতকাল দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যেহেতু নির্বাচন কমিশন মানবাধিকার দিবসে সমাবেশ করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছেন, সেহেতু আমরা সমাবেশ করব না। তবে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে। এর আগে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসী বাহিনীর’ দ্রুত বিচারের দাবিতে মানকাধিকার দিবসে বায়তুল মোকাররমে সমাবেশের ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে অনুমতি না মেলায় কর্মসূচি বদলে সেদিন তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করার ঘোষষণা দেয় ক্ষমতাসীন দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত