জ্বালানি খাতের মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি বরিশালে

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

জ্বালানি খাতের মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে বরিশালে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে র‌্যালি বের হয়। প্রান্তজন, বৈদেশিক দেনাবিষয়ক কর্ম জোট (বিডব্লিউজিইডি) ও উপকূলীয় জীবনযাত্রা পরিবেশ কর্মজোটের (ক্লিন) যৌথ আয়োজনে এ কর্মসূচি হয়েছে।

এ সময় কৃষিজমি বা বাস্তভিটায় জ্বালানি প্রকল্প না করা, কৃষিভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনে অর্থায়ন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতসহ ১২টি দাবি তুলে ধরা হয়। এ সময় অংশগ্রহণকারীরা দাবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন। সমাবেশে বক্তৃতা দেন ক্যাব-এর সমন্বয়কারী রনজিত দত্ত, আইনজীবী সুভাষ চন্দ্র দাস, আরোহির নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, এনভিএস-এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, প্রান্তজনের নির্বাহী পরিচালক এসএম শাহাজাদা, উন্নয়নকর্মী ইব্রাহিম হামিদ মাছুম প্রমুখ।