রংপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে গতকাল সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, সেন্ট্রাল রোড, এর সম্মেলন কক্ষের সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর আয়কর অঞ্চলের কর কমিশনার মো: শাহীন আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট, মো: আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মো: রেজাউল ইসলাম মিলন, উইমেন চেম্বারের প্রেসিডেন্টে আনোয়ারা ফেরদৌসি (পলি)। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. নাহিদা ফরিদী। এতে বক্তব্য দেন রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মানস কুমার বর্মন, যুগ্ম কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর আওতাধীন ২০২২-২৩ অর্থবছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূসক প্রদানকারী ২০টি প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড মনোনীত সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-প্রত্যেক করদাতার উচিত পণ্য বা সেবা ক্রয়ের সময় ভ্যাট চালান গ্রহণ করা। তিনি বাজেট বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়নে ভ্যাটের গুরুত্বপূর্ণ, অপরিহার্য অবদানের কথা স্মরণ করে বলেন ভ্যাটের ব্যপ্তি আরো ইনক্লুসিভ এবং সম্প্রসারণ হওয়া আবশ্যক।