খুলনা জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ কমেছে তবে এখনও হাসপাতালে এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, ব্যথার মতো তীব্র উপসর্গ এখন কম দেখা যাচ্ছে, তবে বর্তমানে এ জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন হার্ট, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বাড়ছে। খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটি ডিসেম্বর মাসের সভায় এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।