রংপুরে ট্রেন লাইনচ্যুত
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরের কাউনিয়ায় লাইন পরিবর্তনের সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার ট্রেনটি গতকাল মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে কাউনিয়ায় লাইনচ্যুত হয়। বিকাল ৪টা পর্যন্ত ট্রেন উদ্ধারের কাজ চলছে।
ফলে সারা দিন রংপুর-গাইবান্ধার সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। কাউনিয়া রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ট্রেনটির ইঞ্জিন ও ২টি বগি কাউনিয়া পূর্ব কেবিনের কাছে এসে লাইন বদলের সময় লাইনচ্যুত হয়ে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও লালমনিরহাট ও কুড়িগ্রামের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাইন মেরামতের কাজ চলছিল। কাউনিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার হোসনে মোবারক বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। উদ্ধারকারী ট্রেন ও টিম এসে উদ্ধারের কাজ করছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।