নাশকতা নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন : র‌্যাব

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নাশকতা নির্মূলে সম্মিলিত ও সামগ্রিকভাবে কাজ করতে হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক, তেলের লরি ও যাত্রীবাহী বাস এসকর্ট দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে র‌্যাব। আমরা ৪০ হাজারের বেশি পরিবহন গন্তব্যে পৌঁছে দিয়েছি। তিনি বলেন, আগে মহাসড়কে চলাচল করা যাত্রীবাহী বাসগুলো সবচেয়ে বেশি নাশকতার শিকার হতো। লং রুটের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে নাশকতা বেশি হতো। এটি অনেকটাই কমে এসেছে। খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দায়িত্ব পালন করছে, পাশাপাশি সবাই সতর্কতার সঙ্গে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চালাচ্ছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।