রংপুর কর অঞ্চলের সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার দুপুরে রংপুর নগরের চিকলী ওয়টার পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য, জিএম আবুল কালাম কায়কোবাদ, বিশেষ অতিথি ছিলেন রংপুর, কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেট মিজ ড. নাহিদা ফরিদী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, প্রেসিডেন্ট মো: আকবর আলী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মো: রেজাউল ইসলাম মিলন, উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মিজ আনোয়ারা ফেরদৌসী পলি। এতে সভাপতি করেন রংপুর অঞ্চলের কর কমিশনার, মো: শাহীন আক্তার হোসেন। রংপুর সিটি কপোরেশনের সর্বোচ্চ করদাতা রফিকুল ইসলাম ফরহাদ, শফিকুল ইসলাম সেলিম তৌহিদ হোসেন, দীর্ঘসময় কর প্রদানকারী আনোয়ারুল ইসলাম, খলিলুর রহমান, সর্বোচ্চ নারী করদাতা সুরাফা হোসেন শীলা ৪০ বছরের নিচে সব্বোর্চ করদাতা তানভীর হোসেন। ২০১৮ সাল থেকে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান অর্জন করা তৌহিদ হোসেন এবার ষষ্ঠবারের মতো রংপুর জেলা সর্বোচ্চ সেরা করদাতা ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন। অন্যদিকে তানবীর হোসেন আশরাফি এবার দ্বিতীয়বারের মতো তরুণ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে মনোনীত হন। মো: তৌহিদ হোসেন বলেন, পরপর ষষ্ঠবারের মতো সেরা করদাতা হয়ে আসছি। খুব আনন্দ লাগছে পরপর টানা ষষ্ঠবারের মতো সেরা করদাতার সম্মাননা গ্রহণ করায়। তানবীর হোসেন আশরাফি ও তৌহিদ হোসেন সম্পর্কে আপন সহোদর। তারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই জমকালো অনুষ্ঠানে রংপুর বিভাগে ৭ জেলার ৫৬ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।