বরিশালে শীর্ষ সন্ত্রাসী হাতকাটা মামুন হত্যায় তিনজন গ্রেপ্তার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য, আওয়ামী লীগ নেতা, শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম মামুনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের কার্যালয়ে গতকাল দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বাড়িতে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ছুরি, চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত সন্ত্রাসী মামুন বরিশালে ‘হাতকাটা মামুন’ হিসেবে পরিচিত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইয়াছিন মোল্লার ছেলে তৌকির মোল্লা (২২), আনোয়ার মোল্লার ছেলে রাতুল মোল্লা (২০) ও মৃত খোরশেদ মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্লা (৪৩)। তাদের সবার বাড়ি বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে। গ্রেপ্তার আসামি তৌকিরের বিরুদ্ধে ২টি, রাতুলের বিরুদ্ধে ৩টি এবং মহিউদ্দিনের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ৪ নভেম্বর রাত ৮টার দিকে ইউনিয়নের ইছাপুরা গ্রামের চৌরাস্তায় তাকে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। হাতকাটা মামুন এলাকাতে ভয়ংকর সন্ত্রাসী হিসাবে পরিচিত। তিনি ওই এলাকায় টানা ৩ বার নির্বাচিত মেম্বর ছিলেন। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ইছাপুর চৌরাস্তা থেকে নিজ বাড়ি যাওয়ার পথে বশির গাজির বাড়ির সামনে পৌঁছায় মামুন।