১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পূর্বক্ষণে জাতিকে মেধাশূন্য করার জন্য স্বাধীনতার পক্ষের বিশিষ্ট বুদ্ধিজীবীদের বাসা থেকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল স্বাধীনতাবিরোধী পাষা-রা।
আজ যখন জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়ে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি নিয়ে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের দোসর ও মদদদাতা দেশীয় ও বিদেশি অপশক্তিরা আজ আবার ষড়যন্ত্র শুরু করেছে।
তাদের এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে আগামী নির্বাচনে বিজয়ী করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় আনতে হবে। তিনি গতকাল সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মতিঝিলস্থ দলের মহানগর কার্যালয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান একথা বলেন। দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব মো: ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, জগদীশ সরকার, মাওলানা আনিসুর রহমান, মামুন পারভেজ। আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, শীলা হালদার প্রমুখ।