প্রতিষ্ঠার ৯ বছর পর নিজস্ব ভবন পাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা ‘গণহত্যা জাদুঘর’। প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে খুলনার সাউথ সেন্ট্রাল রোডে নির্মিত সাত তলার ভবনটি ডিসেম্বরে চালুর কথা রয়েছে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুনতাসীর মামুন ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ প্রতিষ্ঠা করেন। নগরীর কয়লাঘাট এলাকায় একটি ছোট বাড়িতে শুরু হয় এ জাদুঘরের যাত্রা। জাদুঘরে মুক্তিযুদ্ধ-গণহত্যার দুর্লভ স্মারক, গণহত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, বিভিন্ন অস্ত্র, মুক্তিযোদ্ধাদের পুড়িয়ে হত্যা করার ব্রয়লারের অংশ বিশেষ, স্ত্রীর কাছে শহীদ তাজউদ্দিনের শেষ লেখা চিঠি, জেনারেল নিয়াজী ও রাও ফরমান আলীর গোপন ব্লু-প্রিন্ট, ছবি ও শহীদদের স্মৃতি চিহ্ন, শহীদ বুদ্ধিজীবীদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র, শহীদদের দেহাবশেষের নিদর্শন, প্রতিরোধ যুদ্ধে ব্যবহৃত দেশীয় অস্ত্রের গ্যালারি, দেশ বিদেশের শিল্পীদের গণহত্যা নির্যাতন নিয়ে আঁকা ৩০টি তৈলচিত্র রয়েছে।