নানা আয়োজনের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে উদযাপিত হয়েছে বিজয় দিবস। আলোকিত বাংলাদেশের ব্যুরোদের পাঠানো খবর-
চট্টগ্রাম : মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। গতকাল শনিবার সকাল ৮টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
রংপুর ব্যুরো : গতকাল শনিবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিএনসিবি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিশু-কিশোর সংগঠন কুচকাওয়াজে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে মহান বিজয়ের ৫২ বছর পূর্তিতে প্রথম প্রহরে বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণিপেশার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া বিজয় স্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, অফিস, সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্কুল-কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
খুলনা ব্যুরো : স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাতে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। গতকাল ভোর থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণি-পেশার মানুষ। আনুষ্ঠানিকভাবে বিভাগীয় প্রশাসন খুলনা, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।