৭টি জাহাজ উন্মুক্ত কোস্ট গার্ডের

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস শেটগাং’ (মুন্সীগঞ্জ লঞ্চঘাট), ‘বিসিজিএস রাঙামাটি’ (চাঁদপুর লঞ্চঘাট) পূর্ব জোনের ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পতেঙ্গা, চট্টগ্রাম), ‘বিসিজিএস শ্যামল বাংলা’ (মৎস্য বন্দর, চট্টগ্রাম) পশ্চিম জোনের ‘বিসিজিএস মনসুর আলী’ (মোংলা), ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ (খুলনা) এবং দক্ষিণ জোনের ‘বিসিজিএস বগুড়া’ (আন্ধারমানিক, পটুয়াখালী) এ ১৫ ও ১৬ ডিসেম্বর দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য দুপুর ২টা থেকে জাহাজ পরিদর্শন করতে ওই এলাকার এবং আশপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ আগমন করেন।