দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক-পরিচালক ও জেলা কমান্ড্যান্টদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইটিআই ভবন, আগারগাঁও, ঢাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮টি রেঞ্জের উপমহাপরিচালক, কুমিল্লা রেঞ্জের পরিচালক ও ৬৪ জন জেলা কমান্ড্যান্ট প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।