ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মহান বিজয় দিবস উদযাপন

বাপবিবো ও এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সব অফিসে ‘মহান বিজয় দিবস-২০২৩’ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। দিনের শুরুতেই বাপবিবো ও এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সব অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় বাপবিবোর চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিনের নেতৃত্বে সদস্য (প্রশাসন) মো: হাসান মারুফ এবং সদস্য (বিতরণ ও পরিচালন) দেবাশীষ চক্রবর্তীসহ বাপবিবোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদ্যুৎ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টায় বাপবিবোর সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাসের নেতৃত্বে সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ আব্দুর রৌফ মিয়াসহ বাপবিবোর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সদর দপ্তর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। বাপবিবো ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা করা হয় ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সব মসজিদে বাদ জোহর মোনজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত