বেরোবিতে অভিযোগ প্রতিকারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে অভিযোগ প্রতিকারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।
এ সময় উপাচার্য বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে। উপাচার্য হিসেবে দায়িত্ব পাবার পর শিক্ষার্থীদের সেশনজট নিরসন করা হয়েছে। এছাড়া আরো অনেক সমস্যা রয়েছে এবং সেগুলির সমাধানে কাজ করা হচ্ছে। তিনি বলেন, আগামীতে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজন এর সুফল পাবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান। তার বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের অনেক অগ্রগতি অর্জন হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের দুর্বার গতিতে বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও এগিয়ে চলেছে। ইউজিসি সচিব আরো বলেন, বিশ্বের সাথে বাংলাদেশ অনেক সূচকে এগিয়ে থাকলেও শিক্ষায় কিছুটা পিছিয়ে আছে। আগামীতে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বেরোবি রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ইউজিসির উপ-পরিচালক বিষ্ণু মল্লিক, ইউজিসির প্রশাসন বিভাগের সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব। কর্মশালাটি সঞ্চালনা করেন অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।