ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে জাতীয়করণের দাবি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে জাতীয়করণের দাবি

জাতীয়করণ থেকে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি। গত রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মো: আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতির সভাপতি লিটন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহম্মেদ। লিখিত বক্তব্যে শিক্ষক নেতৃবৃন্দ জানান, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের এক ঐতিহাসিক ঘোষণা দেন। কিন্তু নানা ত্রুটিজনিত কারণে অনেক বিদ্যালয় সরকারিকরণ থেকে বাদ পড়ে যায়। বক্তারা বলেন, আমরা বর্তমান সরকারকে সমর্থন করি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমর্থন জানাই। জাতির জনক শেখ মুজিবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০১২ সালের ২৭ মে এর পূর্বে স্থাপিত সব বেসরকারি বিদ্যালয়কে সরকারিকরণ করতে হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো: আনছার আলী, শিক্ষক নেতা ওয়াহিদুজ্জামান, সিরাজ সিকদার, মনোরঞ্জন দাস, আনন্দ কুমার টিকাদার, মো: খবির উদ্দীন, হৈমন্তি সিকদার লিশা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত শিক্ষক নেতারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো কর্মসূচি দিবেন না তারা। তবে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, এখনো সারা দেশে প্রায় ৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত