সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতীয় দিবস প্যারেড

বাংলাদেশি কন্টিনজেন্টের অংশগ্রহণ

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আইএসপিআর জানায়, গত ১ ডিসেম্বর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতীয় দিবস প্যারেডে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট-৮ এর ২৬ সদস্যের একটি দল প্যারেডে অংশগ্রহণ করেন।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মহামান্য রাষ্ট্রপতি ফস্টিন-আরচাংগে তৌদেরা এবং সেনাপ্রধান জেনারেল যেফিরিন মামাদৌ উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। এ সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মহামান্য রাষ্ট্রপতি ফস্টিন-আরচাংগে তৌদেরা বাংলাদেশের শান্তিরক্ষী কন্টিনজেন্টকে জাতীয় দিবস প্যারেডে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর জাতীয় দিবস প্যারেডে বাংলাদেশ ছাড়াও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ৪৮টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে।