আর্মি অর্ডন্যান্স কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’
অভিষিক্ত হলেন বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের নবম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মাকসুদুল হক। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে গতকাল মঙ্গলবার সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে আর্মি অর্ডন্যান্স কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি এর কমান্ড্যান্টকে গৌরবমন্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। এ সময় আর্মি অর্ডন্যান্স কোরের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এর মাধ্যমে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী আর্মি অর্ডন্যান্স কোরের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট উপস্থিত সবার উদ্দেশ্যে তার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।