বায়ুদূষণে শীর্ষে ঢাকার মান ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শীতের শুরুতে নভেম্বরের শেষ দিকে বায়ুদূষণের মাত্রা কম থাকলেও, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্সএকিউআই) গতকালও ঢাকা শীর্ষ অবস্থানে। যার মাত্রা ২৬৬। বাতাসের এ মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকেও ঢাকার অবস্থান শীর্ষে ছিল। একিউআইয়ে এদিন ঢাকার স্কোর ছিল ২৮৯। গতকাল বুধবার সকালে এই মাত্রা পাওয়া যায়। মানের ফিক বিবেচনা করলে মাত্রা শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর ওপরে হলে তাকে দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে। ঢাকার পরেই গতকাল দ্বিতীয় অবস্থানে ছিলো বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো, যেখানে মাত্রা ২৪৭; তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, মাত্রা ২২০; চতুর্থ অবস্থানে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল, যার মাত্রা ২১ এবং পঞ্চম অবস্থানে আছে ভারতের কলকাতা, যার মাত্রা ২০২।