ইষ্ট-আলোকন প্রকল্প
প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
আলোকন ট্রাস্টের আর্থিক সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক পরিচালিত ইষ্ট-আলোকন প্রকল্প দুটি আরবান কমিউনিটি লার্নিং সেন্টার (ইউসিএলসি) মাধ্যমে ২০১৩ সাল থেকে ঢাকা সিটির মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় শিখন কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঢাকা আহ্ছানিয়া মিশন জানায়, শিক্ষাদানের পাশাপাশি শিশুদের অধিকার ও সুরক্ষা, পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ অবস্থায় শিশুর সুষ্ঠু বিকাশ ও বেড়ে ওঠার উপযোগী পরিবেশ উন্নয়নের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ১০ বছরে প্রায় ৪ হাজার ১৫০ শিশুকে এ প্রকল্পের মাধ্যমে শিক্ষা কর্মসূচির আওতায় আনা হয়েছে।
প্রত্যেক বছর পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২ হাজার শিশুকে উচ্চপর্যায়ে শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে। প্রায় ৪০০ শিশুকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে, যারা নিজেদের পড়ালেখা চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন করে সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। এই সফলতার ধারাবাহিকতায় ইষ্ট-আলোকন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে ইষ্ট-আলোকন-১ এবং ইষ্ট-আলোকন প্রকল্প-২ এর মোট ৬৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকন ট্রাস্টের চেয়ারম্যান ড. মোঃ মাহাবুবুল হক, বিশেষ অতিথি ছিলেন আলোকন ট্রাস্টের নির্বাহী সদস্য ড. মোঃ ইউসুফ আলি মোল্ল্যা, ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল। অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি কাজি শরিফুল আলম। ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা ও টিভিইটি সেক্টরের যুগ্ম পরিচালিক মোঃ মনিরুজ্জামান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. কাজি শরিফুল আলম (সহ-সভাপতি, ঢাকা আহ্ছানিয়া মিশন) তার বক্তব্য আলোকন ট্রাস্টকে ধন্যবাদ জানান। এবং ডাম প্রতিষ্ঠাতা হজরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) স্মরণ করে বলেন, শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দান করা সাদকায়ে জারিয়া।