ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পেস্ট কন্ট্রোল কোম্পানির অবহেলায়ই দুই শিশুর মৃত্যু

পেস্ট কন্ট্রোল কোম্পানির অবহেলায়ই দুই শিশুর মৃত্যু

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর অভিযোগের প্রমাণ মিলেছে। পেস্ট কন্ট্রোল কোম্পানি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের মালিকসহ চার কর্মকর্তার অবহেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চলতি বছরের ভাটারা থানায় নিহত দুই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলার তদন্ত প্রতিবেদন দুই-একদিনের মধ্যে আদালতে দাখিল করবে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, বিষ স্প্রে করার পর কোম্পানিটির দায়িত্বে অবহেলার কারণে দুই শিশুর মৃত্যুর প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল মুনাফা করা, সেবা দেওয়া নয়। মামলায় অভিযুক্ত চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান (৩৭), ম্যানেজিং ডিরেক্টর ফরহাদুর আমিন (৩৩), সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মোছলে উদ্দিন শামীম (৩০), স্প্রে অপারেটর মো. টিটু মোল্লা (৩৭)। হারুন অর রশীদ বলেন, ১৪ ও ১০ বছরের অবুঝ দুই শিশু পেস্ট কন্ট্রোলের কারণে অকালে ঝরে গেল। তারা মায়ের কোল খালি করে চলে গেছে। আমরা তদন্ত করতে গিয়ে তাৎক্ষণিকভাবে পেস্ট কন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেপ্তার করেছিলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত