ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নাশকতার প্রতিবাদে রাজধানীতে প্রতীকী পদযাত্রা

নাশকতার প্রতিবাদে রাজধানীতে প্রতীকী পদযাত্রা

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটা নাশকতার প্রতিবাদে ‘আমরাই বাংলাদেশ’ আয়োজিত প্রতীকী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতীকী পদযাত্রা শুরু হয়।

দুপুরে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে আগুনে পুড়ে আহত ব্যক্তি, নিহতদের স্বজন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ, শ্রমিক, উদ্যোক্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতীকী পদযাত্রায় আগুনে ঝলসানো প্রতীকী অবস্থানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরিত্রা ঝলসে যাওয়া মা-শিশুর প্রতীকী অবস্থান নেন। তিনি বলেন, আমি আজকে ঝলসানো মা। আমার শিশুকেও জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করা হয়েছে।

আমি চাই না এ দেশে আবার কোনো মা ঝলসে যাক। ইরিত্রা আরো বলেন, আমি এ দেশে আর কোনো নাশকতা চাই না। বিচার চাওয়ার আগে আমি শুধু অনুরোধ করব, এ দেশের কোনো মা-শিশু যাতে এভাবে চলে না যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত