ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাজবেন্ড্রি আইনের বিরোধিতা ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের

হাজবেন্ড্রি আইনের বিরোধিতা ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ থাকার পরও নতুন করে বিতর্কিত ও অপ্রয়োজনীয় অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩ প্রণয়ন করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ আইনের বিরোধিতা করে বিভিএ নেতারা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ অ্যানিমেল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েট হওয়ার কারণে অবসর গ্রহণের আগে পক্ষপাতদুষ্ট হয়ে এ আইন প্রণয়ন করেছেন বলে অভিযোগ করা হয়। যে কারণে তার অপসারণ এবং অবসরোত্তর বিচার দাবি করা হয়। লিখিত বক্তব্যে বিভিএ’র মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেন, সচিব গোপনে এ আইন করছেন। আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় বা আলোচনা করা হয়নি। এমনকি প্রাণিসম্পদ অধিদপ্তরকে সম্পূর্ণ পাশ কাটিয়ে গোপনীয়ভাবে আইনটি করা হচ্ছে। এমন আইনের অস্তিত্ব পৃথিবীর কোনো দেশে নেই। প্রাণীর সব বিষয় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনে বাস্তবায়িত হয়ে আসছে। কাজেই নতুন করে হাজবেন্ড্রি কাউন্সিল আইন প্রণয়ন বিভ্রান্তিকর ও জনস্বার্থবিরোধী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত