রাজশাহীর সবচেয়ে ব্যস্ততম হাইওয়ে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের ওপর এ ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনি কার্যালয়ের পাশে কর্মীদের লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়া হয়েছে। এ প্রার্থীর দাবি, পেট্রোল বোমায় তার তিন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে রকি (৩০) নামে এক কর্মী রয়েছেন। তার বাড়ি বানেশ্বর ইউনিয়নে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের ভেতর দিয়েই রাজশাহী-নাটোর মহাসড়ক চলে গেছে।