পাঁচটি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করলেন সেনাপ্রধান

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান গতকাল রোববার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া। এ সময় একটি সম্মিলিত চৌকস দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে অভিবাদন প্রদান করে। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোনো ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবের বিষয়।

দেশ মাতৃকার সেবায় বিশেষ অবদান ও বিবিধ প্রশিক্ষণ এবং অপারেশনাল কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীতে রেজিমেন্টাল কালার প্রদানের রীতি প্রচলিত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, দুটি ইস্ট বেঙ্গল ইউনিট এবং দুটি বীর ইউনিটকে সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রদান করেন। সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য দেন।