রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৩টি বিভাগে প্রথমবারের মতো চালু করা হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাসরুম। এখন থেকে শিক্ষার্থীরা আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত ডিসপ্লের মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৩১৪ নম্বর কক্ষে স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় উপ-উপাচার্য (শিক্ষা)অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক এবং বিভিন্ন অনুষদের অধিকর্তা ও বিভাগীয় সভাপতিবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।