ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবিতে সপ্তম নন-ফিকশন বইমেলা উদ্বোধন

ঢাবিতে সপ্তম নন-ফিকশন বইমেলা উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়শিক্ষা অনুষদ এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই বইমেলার উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য-জাবি অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদের লেখা ‘চীন পরাশক্তির বিবর্তন’ ও বণিক বার্তার ‘নির্বাচিত সিল্করুট’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। ব্যবসায়শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, এই স্মার্ট যুগে অনলাইনের যুগে বই পড়ার আগ্রহ যেখানে কমছে সেখানে এই নন-ফিকশন বইমেলা অসাধারণ একটি আয়োজন বলে মনে করি। মোবাইল ফোন ও টেকনোলজির যুগে এসে বইকে প্রচার করার যেই প্রচেষ্টা বণিক বার্তা চালাচ্ছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বইমেলা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হলো ‘নলেজ হাব’। এখানের শিক্ষার্থীরা বই খুঁজবে, বই পড়বে। সেহেতু ক্যাম্পাসের ভেতরে এমন একটি বইমেলা তাদের জানার পরিধিকে সমুন্নত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে যার যা মনোভাব তা তারা প্রকাশ করতে পারে। ঢাবি সৃষ্টির শুরু থেকেই বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছে।

এই বুদ্ধির মুক্তি আন্দোলন থেকেই স্বাধীন দেশ উত্থানের সূচনা হয়েছিল। সুতরাং জ্ঞানের ভিত্তিতে রাষ্ট্র গঠনে বইমেলার গুরুত্বপূর্ণ অনেক বেশি। উল্লেখ্য, গতকাল থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।

মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র‌্যাফেল ড্রর আয়োজন। র‌্যাফেল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার। তাছাড়া, এ বছর প্রথমবারের মতো ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২৩ এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত