স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। ধারণাপত্র উপস্থাপনায় প্রদীপ কুমার বলেন, মাত্র পনেরো বছরের অভিযাত্রায় আমাদের অনেক অগ্রগতি হয়েছে। ই-লার্নিং, ই-পুর্জি, ই-সেবা, ই-টিকেটিং এমন অনেক ক্ষেত্রেই আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমাদের হয়তো কানেকটিভিটি (ইন্টারনেট সংযোগ) এখনও শতভাগ হয়নি।