মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৭৭) মারা গেছেন। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ২১ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেলে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। জানা যায়, উকিল উদ্দিনের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। চলতি বছরের ৩০ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়।